আন্তর্জাতিক বাজারে যখন তেলের দাম কমে, তখন দেশে দাম বাড়ানো হয় বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেছেন, মধ্যরাতে জ্বালানির দাম বাড়িয়ে সরকার দেশের মানুষের সর্বনাশ করেছে। জ্বালানি তেলের দাম বৃদ্ধি করায় চাল, তেল, সার- প্রতিটি পণ্যের দাম বাড়বে। যাতায়াত খরচ বাড়বে। সবকিছু বাড়বে। অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়বে। অর্থনীতি আরও খারাপ হবে। রোববার (৭ আগস্ট) রাজধানী ঢাকার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক সমাবেশে এসব কথা বলেন।
ভোলায় পুলিশ ও বিএনপির মধ্যে সংঘর্ষে জেলা ছাত্রদলের সভাপতি নুরে আলম ও স্বেচ্ছাসেবক দলের নেতা আবদুর রহিমের মৃত্যু এবং জ্বালানি তেল ও সারের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করে কৃষক দল।
জ্বালানি তেলের দাম বৃদ্ধি প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, জনগণকে বিভ্রান্ত করতে সরকার মিথ্যা তথ্য দিচ্ছে। তারা যেসব তথ্য দিচ্ছে এর একটা তথ্যও সঠিক নয়। তাদের তথ্যে বিভ্রান্ত না হয়ে সত্যিকার বিষয়টা জানতে নিজেদের প্রশ্ন করুন। চাল,তেল, সবজি, মাছ, গোশতের দাম কত বেড়েছে, তাহলে বুঝবেন দেশের অবস্থা কী।
সমাবেশে জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি হাসান জাফির তুহিন সভাপতিত্ব করেন। অন্যদের মধ্যে বক্তব্য দেন- বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান, আব্দুল আউয়াল মিন্টু, চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী প্রমুখ।
এমকে