বিদ্যুৎ সাশ্রয়ে এবার শিল্পকারখানায় এলাকাভিত্তিক সাপ্তাহিক ছুটির সিদ্ধান্ত নিয়েছে সরকার। এতে ৪৯০ মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয় হবে বলে আশা করা হচ্ছে। রোববার (৭ আগস্ট) বিষয়টি সাংবাদিকদের জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। রাজধানী ঢাকায় বিদ্যুৎ ভবনে ব্যবসায়ীদের সঙ্গে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের ব্রিফ করেন প্রতিমন্ত্রী।
বিদ্যুৎ প্রতিমন্ত্রী জানান, শিল্পাঞ্চলে এখন শুক্রবার সাপ্তাহিক ছুটি কার্যকর রয়েছে। এ ছুটি একদিনে সব এলাকায় না দিয়ে যদি রেশনিংয়ের মাধ্যমে একেক দিন; একেক এলাকায় চালু করা যায়, তাহলে বিদ্যুত কিছুটা সাশ্রয় হবে। তিনি জানান গাজীপুরে শুক্রবার আর বৃহস্পতিবার নারায়ণগঞ্চে বন্ধ- এভাবে রেশনিং করা গেলে ৫০০ থেকে সাড়ে ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয় করা যাবে। এতে তিনটা বিষয়ে লাভ হবে। বিদ্যুৎ ও গ্যাসের ক্ষেত্রে সাশ্রয় হবে এবং ট্রাফিকের ক্ষেত্রেও সাশ্রয় হবে।
এমকে