বাসে যাত্রীদের কাছে থেকে পুনঃনির্ধারিত ভাড়ার অতিরিক্ত ভাড়া আদায় করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। রোববার (৭ আগস্ট) প্রেস ব্রিফিংকালে পরিবহন খাত সংশ্লিষ্টদের প্রতি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
দেশে জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রেক্ষাপটে ডিজেল চালিত বাসে ভাড়া পূনঃনির্ধারিত করে দেওয়া হয়েছে। শনিবার বিআরটিএ ও পরিবহন মালিক-শ্রমিক সংগঠনসহ অংশীজনদের বৈঠকে এ ভাড়া পুনঃনির্ধারণ করার পর এ সংক্রান্ত প্রজ্ঞাপনও জারি করা হয়েছে।
পূনঃনির্ধারিত ভাড়া অনুযায়ী, যাত্রীদের দূরপাল্লার বাসের ক্ষেত্রে ২২ দশমিক ২২ শতাংশ আর মহানগরীর মধ্যে চলাচলকারী বাসের ক্ষেত্রে ১৬ দশমিক ২৭ শতাংশ বেশি ভাড়া গুনতে হবে আগের চেয়ে।
ব্রিফিংকালে ওবায়দুল কাদের বলেন, বিশ্বব্যাপী জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্য বৃদ্ধিতে নিরুপায় হয়ে সরকার দেশে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি করেছে। আন্তর্জাতিক বাজারে মূল্য হ্রাস পেলে সরকার আবারও জ্বালানি তেলের মূল্য সমন্বয় করবে।
এমকে