গ্যাসের দাম প্রতি ঘনমিটারে ১২ টাকা ৪৭ পয়সা নির্ধারণ করার সুপারিশ করা হয়েছে। গ্যাস বিতরণ কোম্পানিগুলোর তরফ থেকে গ্যাসের দাম বাড়ানো সংক্রান্ত প্রস্তাবিত দামের ওপর গণশুনানিতে এ সুপারিশ করা হয়। সোমবার (২১ মার্চ) রাজধানী ঢাকার বিয়াম অডিটোরিয়ামে এ শুনানি করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
বর্তমানে প্রতি ঘনমিটার গ্যাস ৯ টাকা ৩৬ পয়সা দরে বিক্রি হচ্ছে। সে হিসাবে দাম বৃদ্ধির সুপারিশ করা হয়েছে ৩ টাকা ১১ পয়সা। গণশুনানিকালে বিইআরসির চেয়ারম্যান আব্দুল জলিল, সদস্য মকবুল ই ইলাহী চৌধুরী, বজলুর রহমান, মোহাম্মদ আবু ফারুক উপস্থিত ছিলেন। কমিটির পক্ষ থেকে মূল্যায়ন কমিটির প্রধান দিদারুল আলম বলেন, ২০২১-২০২২ অর্থবছরের গ্যাস আমদানির রিয়েল ডাটা যাচাই করা হয়েছে। সে হিসাবেই এ সুপারিশ করছে তারা।
শুনানিতে বলা হয়, ৮৫০ মিলিয়ন ঘনফুট এলএনজি আমদানির হিসাব ধরে গ্যাসের দর প্রতি ঘনমিটারে ২০ টাকা ৩৬ পয়সা নির্ধারণের প্রস্তাব করেছে পেট্রোবাংলা। কিন্তু এ পরিমাণ এলএনজি এখন আমদানিই হচ্ছে না বলে জানিয়েছে কারিগরি কমিটি । সে কারণে এখন পেট্রোবাংলার মিশ্রিত গ্যাসের দাম ১৫ টাকা ৩০ পয়সা।
এমকে