প্রতি ঘনমিটারে গ্যাসের দাম বাড়ানোর সুপারিশ

২১ মার্চ ২০২২

গ্যাসের দাম প্রতি ঘনমিটারে  ১২ টাকা ৪৭ পয়সা নির্ধারণ করার সুপারিশ করা হয়েছে।  গ্যাস বিতরণ কোম্পানিগুলোর তরফ থেকে গ্যাসের দাম বাড়ানো সংক্রান্ত প্রস্তাবিত দামের ওপর গণশুনানিতে এ সুপারিশ করা হয়। সোমবার (২১ মার্চ) রাজধানী ঢাকার বিয়াম অডিটোরিয়ামে  এ শুনানি করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

বর্তমানে প্রতি ঘনমিটার গ্যাস ৯ টাকা ৩৬ পয়সা দরে বিক্রি হচ্ছে। সে হিসাবে দাম বৃদ্ধির সুপারিশ করা হয়েছে ৩ টাকা ১১ পয়সা। গণশুনানিকালে বিইআরসির চেয়ারম্যান আব্দুল জলিল, সদস্য মকবুল ই ইলাহী চৌধুরী, বজলুর রহমান, মোহাম্মদ আবু ফারুক উপস্থিত ছিলেন। কমিটির পক্ষ থেকে মূল্যায়ন কমিটির প্রধান দিদারুল আলম বলেন, ২০২১-২০২২ অর্থবছরের গ্যাস আমদানির রিয়েল ডাটা যাচাই করা হয়েছে।  সে হিসাবেই এ  সুপারিশ করছে তারা।

শুনানিতে বলা হয়, ৮৫০ মিলিয়ন ঘনফুট এলএনজি আমদানির হিসাব ধরে গ্যাসের দর প্রতি ঘনমিটারে ২০ টাকা ৩৬ পয়সা নির্ধারণের প্রস্তাব করেছে পেট্রোবাংলা। কিন্তু এ পরিমাণ এলএনজি এখন আমদানিই হচ্ছে না বলে জানিয়েছে কারিগরি কমিটি । সে কারণে এখন পেট্রোবাংলার মিশ্রিত গ্যাসের দাম ১৫ টাকা ৩০ পয়সা।

এমকে


মন্তব্য
জেলার খবর