সদ্য বিদায়ী অর্থবছরে (২০২১-২২) দেশে রাজস্ব প্রবৃদ্ধি হয়েছে ১৬ দশমিক ৭ শতাংশ। বিপরীতে ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে ২৮ হাজার কোটির বেশি টাকা। ৩ লাখ ৩০ হাজার কোটি টাকার লক্ষ্যমাত্রার বিপরীতে আদায় হয়েছে ৩ লাখ ১ হাজার ৬৩৩ কোটি টাকা। এসব তথ্য জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম । রোববার (৭ আগস্ট) এনবিআর সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে কথা বলেন এনবিআর চেয়ারম্যান।
এনবিআর চেয়ারম্যানের ভাষ্যমতে, চেষ্টার কোনো ঘাটতি না থাকলেও শেষ অর্থবছরে লক্ষ্যমাত্রার চেয়ে ৮ দশমিক ৬ শতাংশ কম রাজস্ব আদায় হয়েছে। গত অর্থবছরের ১১ মাস (জুলাই-মে) শেষে ৩৬ হাজার ৩১০ কোটি ৩৪ লাখ টাকার রাজস্ব ঘাটতি ছিল।
এর আগে ২০২০-২১ অর্থবছরে রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি হয়েছিল ১৭ শতাংশের বেশি। রেকর্ড এ প্রবৃদ্ধি অর্জনের পরেও রাজস্ব ঘাটতি ছিল ৪৫ হাজার কোটি টাকা। ৩ লাখ ১ হাজার কোটি টাকার লক্ষ্যমাত্রার (সংশোধিত) বিপরীতে আদায় হয়েছিল ২ লাখ ৫৬ হাজার কোটি টাকা।
এমকে