শস্যচুক্তির আওতায় ইউক্রেন বন্দর থেকে শস্য বোঝাই জাহাজ ছাড়তে শুরু করেছে। এরই আওতায় রোববার এক লাখ ৭০ হাজার টন শস্য ও সূর্যমুখী তেল বহনকারী আরও চারটি জাহাজ ইউক্রেনের বন্দর ছেড়েছে। খবর বিবিসির। জাতিসংঘ ও তুরস্কের মধ্যস্থতায় রাশিয়া-ইউক্রেন চুক্তির ফলে গত সপ্তাহে ২৭ হাজার টন ভুট্টা নিয়ে প্রথম জাহাজ ইউক্রেনের বন্দর ছাড়ে।
এ বছরের ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে রাশিয়া। রুশ সেনাদের আক্রমণে বিপর্যস্ত হয়ে পড়েছে ইউক্রেন। রাশিয়ার অবরোধের কারণে ইউক্রেনে লাখ লাখ টন শস্য আটকে যায়। যার ফলে আফ্রিকাসহ বহু দেশে খাদ্যের ঘাটতি ও উচ্চমূল্য দেখা দিয়েছে।
ওই চুক্তির শর্ত অনুযায়ী, ইউক্রেনের শস্যবাহী জাহাজগুলো প্রথমে তুরস্কে যাবে। সেখানে পরিদর্শন করবে বিশেষ পর্যবেক্ষক দল, এরপর সেগুলো গন্তব্যে যাবে। জাহাজগুলো রোববার ওডেসা ও চোরনোমর্স্ক বন্দর থেকে রওনা হয়েছে এবং সবই সোজা বসফরাস প্রণালী হয়ে যাবে।
গত মাসে তুরস্ক ও জাতিসংঘের মধ্যস্থতায় করা চুক্তিতে বলা হয়েছে, ট্রানজিটে থাকা জাহাজগুলোকে লক্ষ্য করে হামলা চালাবে না রাশিয়া। গত পাঁচ মাস ধরে চলা সংঘাতে শস্য রপ্তানি এ চুক্তিই একমাত্র কূটনৈতিক সাফল্য বলে মনে করছেন বিশেষজ্ঞেরা।
ইউক্রেনের বন্দরে রাশিয়ার অবরোধের ফলে ইউক্রেনে দুই কোটি টন শস্য আটকে আছে। চুক্তি কার্যকর থাকলে প্রতি মাসে ৩০ লাখ টন শস্য রপ্তানি করতে পারবে ইউক্রেন। খবর পার্সটুডের।