শেয়ারদর ও লেনদেন কমেছে

০৮ অগাস্ট ২০২২

রোববার (৭ আগস্ট) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৪৯ শতাংশের বেশি সিকিউরিটিজের শেয়ারদর কমেছে। দেখা গেছে সূচকের মিশ্র প্রবণতা। আগের কার্যদিবসের তুলনায় কমেছে লেনদেনও। অন্যদিকে আরেক পুঁজিবাজার চট্রগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) শেয়ারদর ও সূচক কমলেও লেনদেন  বেড়েছে ।

ডিএসইর সূচকগুলোর মধ্যে ডিএসইএস ১ দশমিক ৬৪ পয়েন্ট বাড়লেও ডিএসইএক্স ৮ দশমিক ২৫ ও  ডিএস৩০ সূচক ৫ দশমিক ৬৩ পয়েন্ট কমেছে। ডিএসইএক্স ৬ হাজার ৩০৪, ডিএসইএস এক হাজার ৩৭৬ দশমিক ৮৩ আর ডিএস৩০ সূচক ২ হাজার ২৫৯ দশমিক ৫৬ পয়েন্টে অবস্থান করে। লেনদেন হয় এক হাজার ১১৭ কোটি ৩৩ লাখ ৮৩ হাজার টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল এক হাজার ১৯০ কোটি ২৬ লাখ ৫ হাজার টাকা। লেনদেন কমেছে ৭২ কোটি ৯২ লাখ টাকা। লেনদেন হওয়া ৩৮০ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১২৪টির, বিপরীতে কমেছে ১৮৭টির এবং অপরিবর্তিত থাকে বাকি ৬৯টির।

অন্যদিকে সিএসইতে সূচকগুলোর মধ্যে সিএসসিএক্স ৩ দশমিক ৭৭ পয়েন্ট  কমে ১১ হাজার ১০৫ দশমিক ৮৯ পয়েন্টে এবং সিএএসপিআই ৫ দশমিক ৯৪ পয়েন্ট কমে ১৮ হাজার ৫৩৪ দশমিক ৯৯ পয়েন্টে অবস্থান করে। লেনদেন হওয়া মোট ২৮১টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ১১২টির, বিপরীতে কমেছে ১২০টির এবং অপরিবর্তিত থাকে বাকি ৪৯টির। ২১ কোটি ৭২ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়। আগের কার্যদিবসে লেনদেনের পরিমাণ ছিল ২১ কোটি ৩০ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট।

এমকে


মন্তব্য
জেলার খবর