ঢাকা ব্যাংকে চাকরির সুযোগ

০৮ অগাস্ট ২০২২

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকা ব্যাংক লিমিটেড। প্রতিষ্ঠানটিতে ইন্টার্নাল কনট্রোল অ্যান্ড কমপ্লায়েন্স অফিসার পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে সহজেই আবেদন করতে পারবেন। আবেদনের শেষ তারিখ ২১ আগস্ট, ২০২২।

 

পদের নাম: ইন্টার্নাল কনট্রোল অ্যান্ড কমপ্লায়েন্স অফিসার।

 

শিক্ষাগত যোগ্যতা:

স্বীকৃত যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে যেকোনো বিষয়ে ন্যূনতম স্নাতক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। তবে অ্যাকাউন্টিং ও ফাইন্যান্স বিষয়ে ডিগ্রি থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। বিশ্লেষণ করার সক্ষমতা ও যোগাযোগ দক্ষতা থাকতে হবে। চাপ সামলে কাজের আগ্রহ থাকতে হবে। রিপোর্ট তৈরিতে দক্ষ ও ডেটাবেজ ব্যবহারে পারদর্শী হতে হবে। এছাড়াও ব্যাংকিং প্রডাক্ট, প্রসেস অ্যান্ড রেগুলেশন, ক্রেডিট, রিস্ক ম্যানেজমেন্ট, এফএক্স অ্যান্ড ট্রেড ট্রান্সজেকশন সংশ্লিষ্ট কাজে দক্ষ হতে হবে। প্রফেশনাল কোর্স সম্পন্ন হলে বাড়তি যোগ্যতা হিসেবে বিবেচনা করা হবে। বিশেষ করে সিআইএ, সিএফই, সিএএমএস, সিআরএমএ বিষয়ে কোর্স সম্পন্ন হলে অগ্রাধিকার দেওয়া হবে।

 

কর্মস্থল: ঢাকা।

 

বেতন: আলোচনা সাপেক্ষে।

 

আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

 


মন্তব্য
জেলার খবর