মন্তব্য
সৌদি আরবে প্রথমবারের মতো ৩১ নারীকে ট্রেনচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এ বছরের শুরু থেকে তারা প্রশিক্ষণ নিচ্ছেন। আগামী ডিসেম্বরে হারামাইন দ্রুতগতির ট্রেন সার্ভিসে কাজে যোগদানের কথা রয়েছে তাদের। সৌদি গেজেটের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। ওই নারীরা তাদের প্রশিক্ষণের তাত্ত্বিক অংশ শেষ করে এখন ব্যবহারিক অংশে রয়েছেন।
সৌদি আরবের দ্রুতগতির রেল প্রকল্পের ব্যবস্থাপনার বড় অংশীদার স্পেনের কোম্পানি রেনফে। সৌদি রেলওয়ে পলিটেকনিক (এসআরপি) ও রেনফে যৌথভাবে ৩১ নারীসহ ১৩০ জন সৌদি নাগরিককে প্রশিক্ষণ দিচ্ছে।
৩০ নারীকে ট্রেনচালক নিয়োগ দেওয়া হবে এমন বিজ্ঞপ্তি প্রকাশ করা হলে ২৮ হাজার নারী আবেদন করে। এ খবরে সৌদি আরবে আলোড়ন পড়ে যায়। পরে সাক্ষাৎকার শেষে ৩১ জনের প্রশিক্ষণ শুরু হয়। এদের ৭০ শতাংশের বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি রয়েছে।