বিএনপিকে নির্বাচনের প্রস্তুতি নেওয়ার আহবান ওবায়দুল কাদেরের

২১ মার্চ ২০২২

নালিশ করার রাজনীতি ও মিথ্যাচার থেকে বিএনপিকে তওবা করে জনমুখী রাজনীতিতে ফিরে আসার পরামর্শ দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বিদেশিরা ক্ষমতায় বসাবে— এমন মরীচিকার পেছনে না ঘুরে বিএনপিকে আগামী জাতীয় নির্বাচনের প্রস্তুতি নেওয়ার আহবান জানান তিনি। সোমবার (২১ মার্চ) রাজধানী ঢাকায় সচিবালয়ে তার দফতরে সাংবাদিকদের ব্রিফিংকালে এ পরামর্শ দেন।

আওয়ামী লীগ সরকার গণবিরোধী, স্বাধীনতাবিরোধী এবং রাষ্ট্রবিরোধী- বিএনপি মহাসচিবের এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় ওবায়দুল কাদের বলেন, যারা  স্বাধীনতাবিরোধী অপশক্তির সাথে গাঁটছড়া বেঁধে রাজনীতি ও সাম্প্রদায়িক অপশক্তির সাথে ক্ষমতা ভাগাভাগি করে, তাদের মুখে এমন কথা নির্লজ্জ মিথ্যাচার ছাড়া আর কিছুই নয়। তিনি জানান, বিএনপি নির্বাচন-ভীতি রোগে আক্রান্ত। অবিরাম সরকারের অন্ধ সমালোচনা এবং মিথ্যাচার এ রোগের লক্ষ্মণ। আর রোগ সারাতে তারা বিদেশি চিকিৎসকের কাছে ধরনা দিতে শুরু করেছে। কিন্তু, তাতে লাভ হবে না। নালিশের রাজনীতি প্রকৃতপক্ষে তাদের দলের মেরুদণ্ডহীনতা ও সিদ্ধান্তহীনতাকেই স্পষ্ট করে তুলেছে- যোগ করেন ওবায়দুল কাদের।                 

বিএনপির নেতাদের উদ্দেশ্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, নিজেদের দলে অগণতন্ত্র এবং স্বেচ্ছাচারিতা চর্চা করে তারা কীভাবে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে, দেশবাসী তা আবারও জানতে চায়।

এমকে


মন্তব্য
জেলার খবর