শেখ হাসিনা সরকারকে ক্ষমতা থেকে হটানোর উদ্দেশ্যে বিএনপি সাম্প্রদায়িক শক্তিকে নিয়ে তৈরি হচ্ছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বলেছেন, ঐক্যের নামে তারা বিশৃঙ্খলা সৃষ্টি করবে। ৮ আগস্ট বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯২তম জন্মবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় এ কথা বলেন। সোমবার রাজধানী ঢাকার মোহাম্মদপুর সূচনা কমিউনিটি সেন্টারে ঢাকা মহানগর আওয়ামী লীগ উত্তর এ সভার আয়োজন করে। দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বার্তা হিসেবে এ কথা বলেন ওবায়দুল কাদের।
বিএনপি প্রসঙ্গে ওবায়দুল কাদের আরো বলেন, তারা দেশে-বিদেশে আরও ষড়যন্ত্রকারীদের নিয়ে বৈঠক করছে। শেখ হাসিনা সরকারকে ক্ষমতা থেকে হটাতে চায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, তাঁর ওপর আস্থা রাখুন। তিনি ভারসাম্যমূলক ব্যবস্থা নিয়ে বৈশ্বিক সংকটের সঙ্গে দেশের সংকট মোকাবিলা করে যাচ্ছেন।
বঙ্গমাতা ফজিলাতুন নেছা মুজিব প্রসঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, তিনি মরেননি। বেঁচে আছেন কোটি কোটি মানুষের হৃদয়ে। সেটা আজকে বনানীতে বেগম মুজিবের সমাধিস্থলে দেখা গেছে।
ঢাকা মহানগর আওয়ামী লীগ উত্তরের সভাপতি শেখ বজলুর রহমানের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন- আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুস সোবহান গোলাপ, মহানগর উত্তরের সাধারণ সম্পাদক এস এম মান্নান কচিসহ মহানগর নেতারা।
এমকে