সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

০৮ অগাস্ট ২০২২

আবহাওয়া অধিদফতর বলছে, উড়িষ্যা ও পশ্চিমবঙ্গের কিছু দূরে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরেএকটা লঘুচাপের সৃষ্টি হয়েছে। এ কারণে দেশের চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা এবং পায়রা সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এদিকে সারা দেশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সোমবার (৮ আগস্ট) বলেছে এ কথা।

আবহাওয়া অধিদফতরের হিসাবে, লঘুচাপের প্রভাবে দেশের সমুদ্রবন্দর, উত্তর বঙ্গোপসাগর এবং উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। স্থানীয় সর্তক সংকেত দেখাতে বলার কারণ এটা।  লঘুচাপের বিষয়ে জেলেদের সতর্ক করেছে আবহাওয়া অধিদফতর। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার সব নৌযানকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এবং সাবধানে চলাচল করতে বলেছে তারা।

এদিকে বৃষ্টি সংক্রান্ত পূর্বাভাসে বলা হয়েছে-  খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায়; রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী বিভাগের দুই এক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বজ্র বৃষ্টি হতে পারে। বৃষ্টির সময় দমকা হাওয়া বয়ে যেতে পারে। দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণও হতে পারে। পরবর্তী ৪৮ ঘণ্টা পর্যন্ত এসব এলাকায় বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।

এমকে

 


মন্তব্য
জেলার খবর