মিশরের মধ্যস্ততায় অস্ত্র বিরতিতে রাজি হলেও ফিলিস্তিনে হামলা অব্যাহত রেখেছে ইসরাইল। যত দিন প্রয়োজন গাজায় হামলা চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী ইয়ায়ির লাপিদ। টানা তিন দিনের হামলায় গাজায় নারী-শিশুসহ ৪৪ নিহত হয়েছেন।
শুক্রবার ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী ইসলামিক জিহাদের রকেট হামলার অভিযোগে গাজা উপত্যকায় পাল্টা বিমান হামলা শুরু করে ইসরাইল। টানা ৩ দিনে একের পর রকেট হামলায় নিহত হয়েছে নারী শিশুসহ বেশ কিছু ফিলিস্তিনি। এছাড়া প্রাণ হারিয়েছেন ইসলামিক জিহাদের একাধিক গুরুত্বপূর্ণ নেতা। তিন দিনে আহত হয়েছে প্রায় ৪শ’ মানুষ।
তবে বেসামরিকদের হত্যার কথা অস্বীকার করেছে ইসরাইল। তাদের দাবি গত তিন দিনে গাজা থেকে কয়েকশ’ রকেট ও মর্টার ছোড়া হয়েছে ইসরায়েলের দিকে। এতে ২ ইসরায়েলি নিহত এবং কয়েকজন আহতও হয়েছে।
তবে এ সংঘাতে দেখা যায়নি গাজার ক্ষমতাসীন দল হামাসকে। যারা ইসলামিক জিহাদের থেকেও বেশি শক্তিশালী।