বিশ্ব মুসলিম সম্প্রদায় যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যে পবিত্র আশুরা (১০ মহররম) পালন করছে আজ মঙ্গলবার (৯ আগস্ট)। আশুরা পালনে দেশেও নানা কর্মসূচি নেওয়া হয়েছে। সরকার আরোপিত স্বাস্থ্যবিধি মেনে এসব কর্মসূচি পালন করা হচ্ছে। দিবসটি উপলক্ষে রাজধানীসহ সারা দেশে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। আশুরার দিন সরকারি ছুটি। কারবালার শোকাবহ এবং হৃদয় বিদারক ঘটনাবহুল দিনটি মুসলিম সম্প্রদায়ের কাছে এ আশুরা বিশেষ তাৎপর্যপূর্ণ।
এদিকে পবিত্র আশুরা উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার আলাদা বাণী দিয়েছেন। হিজরি ৬১ সনের ১০ মহররম পৃথিবীতে সত্য ও ন্যায়ের পক্ষে যুদ্ধ করার সময় ফোরাত নদীর তীরে কারবালা প্রান্তরে ইয়াজিদ বাহিনীর হাতে পরিবারের সদস্যরা ও অনুসারীরাসহ শহীদ হন মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর দৌহিত্র হজরত ইমাম হোসেইন (রা.)। মর্মস্পর্শী এ ঘটনা স্মরণ করতে ১০ মহররম যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় দিবসটি পালন করেন বিশ্বের মুসলিম সম্প্রদায়।
এদিকে দিবসটি উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সোমবার পবিত্র আশুরার গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল হয় রাজধানী ঢাকায় বায়তুল মুকাররম জাতীয় মসজিদে।
এমকে