টিকাদানে বাংলাদেশ সফল: যুক্তরাষ্ট্র

২১ মার্চ ২০২২

করোনা প্রতিরোধী টিকাদানে বাংলাদেশ সফলতা অর্জন করেছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের রাজনৈতিক বিষয়ক আন্ডার সেক্রেটারি ভিক্টোরিয়া নুল্যান্ড। বলেছেন, বাংলাদেশের মোট জনসংখ্যার বড় অংশ টিকার আওতায় এসেছে।  বাংলাদেশের টিকা কর্মসূচির অগ্রগতি প্রশংসনীয়।  সোমবার (২১ মার্চ) রাজধানী ঢাকায় সাংবাদিকদের কাছে এ প্রতিক্রিয়া জানান।  কুর্মিটোলা জেনারেল হাসপাতালে টিকা ব্যবস্থাপনা কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফ করেন।  এ সময় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক তার সঙ্গে ছিলেন।

ভিক্টোরিয়া নুল্যান্ড বলেন, বিশাল জনগোষ্ঠী  বিশেষত  শিশু থেকে বৃদ্ধ সবাইকে টিকার আওতায় আনা সহজ কাজ নয়। বাংলাদেশের এ কর্মসূচিতে শুরু থেকেই সহযোগিতা করে এসেছে যুক্তরাষ্ট্র। প্রয়োজনে বাংলাদেশকে আরও টিকা দিয়ে সহায়তা করবে।

এমকে


মন্তব্য
জেলার খবর