যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাড়িতে তল্লাসি চালিয়েছে গোয়েন্দা সংস্থা এফবিআই। সোমবার সন্ধ্যায় এক বিবৃতিতে ট্রাম্প নিজেই এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, ফ্লোরিডার পাম বিচে আমার সুন্দর বাড়ি মার-এ-লাগো অবরুদ্ধ। তল্লাশি করা হচ্ছে। দখল করেছে এফবিআইয়ের বিশাল একটি গ্রুপ।
সিএনএনের এক প্রতিবেদনে জানানো হয়েছে, প্রেসিডেন্সিয়াল ডকুমেন্ট হস্তান্তর বিষয়ে তদন্তের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। ওইসব ডকুমেন্টের মধ্যে আছে ক্লাসিফায়েড ডকুমেন্ট। ধারণা করা হচ্ছে, এসব ডকুমেন্ট তিনি ক্ষমতা হারানোর পর ওই অবকাশ যাপন কেন্দ্রে নিয়ে যান।
সোমবার সকাল থেকে অভিযান শুরু হয়। যে সমস্ত এলাকায় ক্লাব আছে, ওইসব এলাকায় আইন প্রয়োগকারী ব্যক্তিদের দেখা গেছে। এ এলাকায় ট্রাম্পের অফিস ও ব্যক্তিগত কোয়ার্টারও রয়েছে। এফবিআই তল্লাশি করে দেখছিল কোথায় ওইসব ডকুমেন্ট রাখা আছে।
ট্রাম্পের এটর্নি ক্রিস্টিনা বব বলেছেন, বিভিন্ন রকম ডকুমেন্ট নিয়ে গিয়েছে এফবিআই। এফবিআই ও আইন মন্ত্রণালয়ের কর্মকর্তাদেরকে প্রতিটি পদক্ষেপে সহযোগিতা করেছেন সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প ও তার আইনি টিম। অঘোষিত তল্লাশি চালিয়ে বিভিন্ন কাগজপত্র জব্দ করেছে এফবিআই।
তল্লাশি চালানোর আগে এফবিআই ও যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিসের মধ্যে যোগাযোগ ছিল। ট্রাম্পের এস্টেটেট অভিযানে এফবিআই কোনো জটিলতার মুখে পড়েনি। ট্রাম্প সেখানে উপস্থিত না থাকায় সিক্রেট সার্ভিসের অল্প পরিমাণ সদস্য মার এ লাগোতে অবস্থান নেন।
এ বিষয়ে আইন মন্ত্রণালয় কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। হোয়াইট হাউজের একজন কর্মকর্তা বলেছেন, তল্লাশির বিষয়ে তারা অবগত নন। এ বিষয়ে প্রেসিডেন্ট জো বাইডেনকেও জানানো হয়নি।