অপূর্বের বিপরীতে তমা

০৯ অগাস্ট ২০২২

দর্শকপ্রিয় অভিনেত্রী তমা মির্জা। ওয়েব প্লাটফর্মেই পরিচিত বেশি। একের পর এক নতুন ওয়েব প্ল্যাটফরমে অভিনয় করে চলেছেন। ‘খাঁচার ভেতর অচিন পাখি’ ও ‘৭ নাম্বার ফ্লোর’-এ অভিনয় করে নতুন করে আলোচনায় আসেন। ওয়েব সিরিজ দুটি পরিচালনা করেছেন রায়হান রাফি।

 

এবার আলফা আইয়ের ব্যানারে নতুন একটি ওয়েব সিরিজে কাজ করতে যাচ্ছেন তমা। তবে এ ওয়েব সিরিজের নাম এখনও চুড়ান্ত হয়নি। সিরিজটি নির্মাণ করবেন তানিম রহমান অংশু। জানা গেছে, সত্য ঘটনা অবলম্বনে নির্মিতব্য এ সিরিজটিতে তমা পর্দার তারকা অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বর বিপরীতে অভিনয় করবেন। এতে অভিনয় করবেন আরও ২০ জন তারকা।

 

এ বিষয়ে তানিম রহমান অংশু বলেন, ‘হ্যাঁ, একটি প্রজেক্ট করতে যাচ্ছি। সিরিজটির শুটিং অচিরেই শুরু হবে। সবকিছু ঠিক থাকলে আগামী নভেম্বরে শুটিং শুরু হবে।’

 

তমা বলেন, ‘আলফা আইয়ের মতো প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করাটা আসলে ভালো লাগার ব্যাপার। তারা খুব গুছিয়ে, সুন্দরভাবে কাজ করে। আমি মুখিয়ে আছি শুটিংয়ে অংশ নেয়া এবং নতুন চরিত্র করার জন্য।’

 


মন্তব্য
জেলার খবর