ইহুদিবাদী ইসরাইলের দখলদারিত্ব শেষ না হওয়া পর্যন্ত সংগ্রাম অব্যাহত থাকবে বলে জানিয়েছে ফিলিস্তিনের ইসলামিক প্রতিরোধ আন্দোলন হামাস। দলটির মুখপাত্র ফাউজি বারহুম সোমবার এসব কথা বলেন।
তিনি বলেন, অবরুদ্ধ গাজা উপত্যকার উপর ইহুদিবাদী ইসরাইলের সাম্প্রতিকতম বর্বরতা ছিল অপরাধ ও উস্কানিমূলক তৎপরতা। ইসরাইলের এ আগ্রাসনের মাধ্যমে আবারও প্রমাণিত হয়েছে যে, ইহুদিবাদীদের সাথে আরব রাষ্ট্রগুলোর সম্পর্ক স্বাভাবিকীকরণ ফিলিস্তিনি জনগণ এবং তাদের বৈধ অধিকারের প্রতি মারাত্মক বিপদ সৃষ্টি করেছে।
বিবৃতিতে বলা হয়েছে, ইসরাইলের সাথে আরব রাষ্ট্রগুলোর সম্পর্ক স্বাভাবিকীকরণের চুক্তি সইয়ের বিরুদ্ধে বহুবার হামাস নিন্দা জানিয়েছে। এ চুক্তিকে ব্যবহার করে ইহুদিবাদী ইসরাইল এখন সিরিয়া, লেবানন, ফিলিস্তিন এবং এই অঞ্চলের আরো বিভিন্ন অংশের ওপর চাপ সৃষ্টি করে চলেছে।