ইবিতে প্রথমবারের মতো আদিবাসী দিবস পালিত

০৯ অগাস্ট ২০২২

ইবি প্রতিনিধি :

ঐতিহ্যগত জ্ঞান সংরক্ষণ ও বিকাশে আদিবাসী নারীদের ভূমিকা- এ প্রতিপাদ্যকে সামনে রেখে কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) প্রথমবারের মতো আন্তর্জাতিক আদিবাসী দিবস (৯ আগস্ট) পালিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সমতল আদিবাসী ছাত্র সংগঠন এবং জুম্ম ছাত্র কল্যাণ সমিতির যৌথ উদ্যোগে মঙ্গলবার (৯ আগস্ট) সকালে আদিবাসী ছাত্রদের অংশগ্রহণে ক্যাম্পাসে বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি জিয়া মোড় থেকে শুরু হয়ে ডায়না চত্বর প্রদক্ষিণ করে স্মৃতিসৌধে শেষ হয়।

র‌্যালী শেষে স্মৃতিসৌধে সংক্ষিপ্ত সমাবেশে  বক্তব্য দেন, জুম্ম ছাত্র কল্যাণ সমিতির সভাপতি বিশাল চাকমা, সাধারণ সম্পাদক অংসিংমং মারমা এবং সমতল আদিবাসী ছাত্র সংগঠনের সাধারণ সম্পাদক জুলিয়ান হেমরম জয়, সহসভাপতি স্বপন টপ্য প্রমুখ। বক্তারা বলেন, আন্তর্জাতিক আদিবাসী দিবস স্বীকৃতির ২৮ বছর পেরিয়ে গেলেও আমরা বাংলাদেশে এখন পর্যন্ত আদিবাসীর সাংবিধানিক স্বীকৃতি পাইনি। এখনও আমাদের বিভিন্ন হয়রানির শিকার হতে হয়। তাই আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি, ভূমি দখল রোধে প্রতি জেলায় ভূমি কমিশন প্রতিষ্ঠা, আদিবাসীদের অধিকার প্রতিষ্ঠা ও শোষণ বঞ্চনা প্রতিরোধে সরকারি মন্ত্রণালয় প্রতিষ্ঠার দাবি জানান তারা।

তাসনিমুল হাসান/এমকে


মন্তব্য
জেলার খবর