ট্রেনের ভাড়া সম্বনয় হবে: রেলপথমন্ত্রী

০৯ অগাস্ট ২০২২

দেশে জ্বালানি তেলের দাম বাড়ানোর পরিপ্রেক্ষিতে ট্রেনের ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত এখনো নেওয়া না হলেও  ভাড়া সমন্বয় করা হবে বলে জানালেন রেলপথমন্ত্রী নূরুল ইসলাম সুজন। মঙ্গলবার (৯ আগস্ট) গাজীপুরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমনটাই জানিয়েছেন তিনি। জয়দেবপুর রেলওয়ে জংশনে টঙ্গী-গাজীপুর রুটে চলমান ডাবল লাইনের কাজ পরিদর্শনকালে সাংবাদিকদের মুখোমুখি হন রেলপথমন্ত্রী। এ সময় ট্রেন দুর্ঘটনা নিয়েও কথা বলেন তিনি।

মন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেন, রেলের দুর্ঘটনা এড়াতে মানুষকে সচেতন হতে হবে। নিরাপত্তার জন্য রেলগেট দেওয়া হয়। কিন্তু যারা সড়ক পথ নির্মাণ করছেন, তাদেরও দায়িত্ব পালন করতে হবে। রেলপথকে ক্রস করতে গিয়ে কেউ দুর্ঘটনার শিকার হলে সে দায়িত্ব রেল নেবে না।

এমকে


মন্তব্য
জেলার খবর