কাঁচা মরিচের পোয়া ৮০ !

০৯ অগাস্ট ২০২২

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আকাশচুম্বী দামে বিক্রি হচ্ছে কাঁচা মরিচ। এলাকাভেদে  ২৮০ থেকে ৩২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এ নিত্যপণ্য। বর্ষা মৌসুমের কারণে চাহিদার তুলনায় যোগানের ঘাটতির কারণে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এদিকে  মরিচের ক্রয় ক্ষমতা নাগালের বাইরে যাওয়ায় নাভিশ্বাস উঠছে ক্রেতাদের। ক্রেতার ক্রয় ক্ষমতার কথা বিবেচনায় নিয়ে কেজির পরিবর্তে পোয়ার দাম বলছেন বিক্রেতারা।

মঙ্গলবার (৯ আগস্ট) রাজধানী ঢাকার বেশ কয়েকটি কাঁচাবাজারে প্রতি কেজি ২৮০ থেকে ৩২০ টাকা দরে এ মরিচ বিক্রি হয়েছে। আগের দিনে বিক্রি হয়েছে ২৪০ থেকে ২৬০ টাকা দরে। সে হিসাবে একদিনের ব্যবধানে কেজিতে দাম বেড়েছে ৪০-৮০ টাকা।

এমকে


মন্তব্য
জেলার খবর