কেজি ৫০ টাকায় ছোলা বিক্রি করছে টিসিবি

২১ মার্চ ২০২২

রাজধানী ঢাকায় সোমবার (২১ মার্চ) থেকে  প্রতি কেজি ছোলা ৫০ টাকা দরে বিক্রি করছে সরকারি বিপনন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। একজন ক্রেতা সর্বোচ্চ চার কেজি ছোলা কিনতে পারবেন। ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় নির্ধারিত পয়েন্টে ১৫০টি ভ্রাম্যমাণ ট্রাকে বিক্রি কার্যক্রম চলছে।

টিসিবি জানিয়েছে, ছোলার সঙ্গে আগের মতোই সয়াবিন তেল, চিনি, ডাল ও পেঁয়াজ বিক্রি করছে তারা। শুক্রবার ছাড়া প্রতিদিনই এসব পণ্য পাওয়া যাবে। দুই পর্বে বিক্রি কার্যক্রম চলবে। প্রথমপর্ব চলবে ২৪ মার্চ পর্যন্ত। দ্বিতীয়পর্ব শুরু হবে ২৭ মার্চ, চলবে ২৫ এপ্রিল পর্যন্ত।

এমকে

 


মন্তব্য
জেলার খবর