ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে অভিযান চালাচ্ছে রাশিয়া। দেশটির বিভিন্ন শহর দখল করে নিয়েছে রুশ সেনারা। সম্প্রতি ইউক্রেনের মধ্যাঞ্চলীয় ডিনিপ্রোপেট্রোভস্ক এলাকায় হামলা চালিয়েছে রাশিয়া। এতে ১৩ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। ওই অঞ্চলের গভর্নর বুধবার এ তথ্য নিশ্চিত করেছেন। খবর এএফপির।
গভর্নর ভ্যালেন্টিন রেজনিচেনকো টেলিগ্রামে এক পোস্টে লিখেছেন, এটা ছিল একটি ভয়াবহ রাত। রুশ হামলায় ১৩ জন প্রাণ হারিয়েছেন।
আঞ্চলিক কাউন্সিলের প্রধান মিকোলা লুকাশুক জানিয়েছেন, মারগানেটস গ্রাসে রুশ হামলায় ১২ জন নিহত হয়েছে। সরকারি ভবন, স্কুল ও সাংস্কৃতিক বিভিন্ন প্রতিষ্ঠান হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
ওই শহরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রাখা হয়েছে। ফলে হাজার হাজার মানুষ বিপাকে পড়েছেন। এয়ার সাইরেন বাজার সঙ্গে সঙ্গে লোকজনকে নিরাপদে আশ্রয় নেওয়ার আহ্বান জানানো হয়েছে।