এবার যুক্তরাজ্যেও লোডশেডিংয়ের আশঙ্কা

১০ অগাস্ট ২০২২

করোনাভাইরাসের প্রকোপে থমকে যায় পুরো বিশ্ব। এর ফলে চরম অর্থনৈতিক সঙ্কটে পড়ে বিশ্ব। এর মধ্যে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। ফলে আরো সঙ্কটের মুখে পড়েছে বিশ্ব। বিশ্বের বিভিন্ন দেশে জ্বলানি ও খাদ্য সঙ্কট দিয়েছে। যুক্তরাজ্যে আসন্ন শীতে প্রচণ্ড ঠাণ্ডা পড়ার পাশাপাশি গ্যাস সঙ্কটও থাকতে পারে। আর এ সঙ্কট মোকাবিলায় দেশটিকে শিল্পকারখানা ও গৃহস্থালি পর্যায়ে কয়েকদিন লোডশেডিং দিতে হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে যুক্তরাজ্য সরকারের পরিকল্পনার সঙ্গে সংশ্লিষ্টরা।

 

তারা জানিয়েছেন, ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি বিবেচনা’ করে আসন্ন শীতে মোট চাহিদার ছয় ভাগের এক ভাগ বিদ্যুতের ঘাটতি দেখা দিতে পারে। এমনকি জরুরি প্রয়োজনে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র চালুর পরও এ ঘাটতি দেখা দিতে পারে। এ পরিস্থিতিতে গড় তাপমাত্রা কমে আসা এবং নরওয়ে ও ফ্রান্স থেকে বিদ্যুৎ আমদানি কমলে জানুয়ারিতে চারদিন ঘাটতি দেখা দিতে পারে। তখন গ্যাস সংরক্ষণের প্রয়োজনে যুক্তরাজ্যকে জরুরি পদক্ষেপ নিতে হতে পারে।

 

এদিকে সরকারের ব্যবসা, জ্বালানি ও শিল্প কৌশল বিভাগের এক বিবৃতিতে বলা হয়েছে, আমরা চাই না এমন পরিস্থিতি তৈরি হোক। আমরা আশাকরি বাসাবাড়ি, ব্যবসা ও শিল্প-কারখানা নিজেদের প্রয়োজনীয় বিদ্যুৎ এবং গ্যাস পাবে।


মন্তব্য
জেলার খবর