সরকার পরিচালনায় ব্যর্থতার পরিচয় দেওয়ার পরে বিএনপি এবার বিরোধী দল হিসেবেও চরম দায়িত্বহীনতার নজির স্থাপন করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেছেন, মিথ্যার মোড়কে তাদের অগণতান্ত্রিক রাজনীতির স্বরূপ জনগণের কাছে এখন স্পষ্ট। জনবিচ্ছিন্ন রাজনৈতিক এ দলের মুখের কথায় জনগণের এখন আর কোনো আস্থা নেই। বুধবার (১০ আগস্ট) গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে এসব কথা বলেন।
আওয়ামী লীগ সরকারের বিদায় নেওয়ার সময় এসেছে— বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের পতিক্রিয়ায় ওবায়দুল কাদের বলেন, নির্বাচন ছাড়া ক্ষমতা পরিবর্তনের কোন সুযোগ নেই। আওয়ামী লীগের ক্ষমতার উৎস এ দেশের জনগণ। আর ক্ষমতা দেওয়ার মালিক মহান আল্লাহ। নেতিবাচক রাজনীতি ও নির্বাচন বিমুখতার জন্য বিএনপির-ই রাজনীতি থেকে বিদায় নেওয়ার সময় এসেছে।
দেশ মগের মুল্লুকে পরিণত হয়েছে- মির্জা ফখরুলের এ বক্তব্যের প্রতিক্রিয়ায় ওবায়দুল কাদের বলেন, তাদের শাসন আমলেই দেশ মগের মুল্লুকে পরিণত হয়েছিল। ধর্মীয় উগ্রবাদ আর সাম্প্রদায়িকতার ডাল-পালার বিস্তার ঘটেছিল। দ্রব্যমূল্যের ঊর্ধ্বমুখী প্রবণতায় জনগণের নাভিশ্বাস উঠেছিল। সংখ্যালঘু নির্যাতনের রেকর্ড করেছিল।
এমকে