আমদানির জন্য কারেন্ট অ্যাকাউন্টে ঘাটতি আছে: স্থানীয় সরকারমন্ত্রী

১০ অগাস্ট ২০২২

দেশে পণ্য আমদানির জন্য কারেন্ট অ্যাকাউন্টে (চলতি হিসাবে) ঘাটতি আছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম। বলেছেন, দেশে রিজার্ভ আছে। রিজার্ভ দিয়ে এটি কাভার করা যাবে। কাজেই কোনো সমস্যা নেই।

ঢাকা: দেশের কোথাও কোনো মানুষ না খেয়ে নেই। এমনকি প্রত্যন্ত গ্রামগঞ্জেও না খেয়ে নেই। শুধু খাবারই নয় বরং প্রত্যেক মানুষের গায়ে জামাকাপড় রয়েছে। আমরা খুব খারাপ অবস্থায় আছি তা আমি মনে করি না বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম। বুধবার (১০ আগস্ট) নিত্যপণ্য ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি: জনজীবনের চ্যালেঞ্জ’ শীর্ষক এক সংলাপে এসব কথা বলেন। রাজধানীতে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) এ সংলাপের আয়োজন করে  নগর উন্নয়ন সাংবাদিক ফোরাম।

বাংলাদেশ বেশি আমদানি করছে উল্লেখ করে মন্ত্রী তাজুল বলেন,  প্রতি মাসে আমদানির পরিমাণ ৮ বিলিয়ন ডলার। এতে আর্থিক চাপ আসলেও খুশিও লাগছে-বাংলাদেশ মাসে এতো বিলিয়ন ডলার আমদানি করে। এক সময় দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল ৯ বিলিয়ন ডলার। এখন এটা সামাল দিতে পারছি।

দেশের মানুষের সক্ষমতা প্রসঙ্গে মন্ত্রী বলেন, কোনো মানুষ না খেয়ে নেই। প্রত্যেক মানুষ খেতে পারছে। প্রত্যেক মানুষের গায়ে জামাকাপড়ও আছে। একটা প্যানিক (আতঙ্ক) সৃষ্টি করে ভয় ঢুকিয়ে দেওয়া হয়েছে। খারাপ অবস্থায় আছি, এটা মনে করি না।

এমকে


মন্তব্য
জেলার খবর