তেলের দাম বাড়লে স্বাভাবিকভাবে সবকিছুর দামই বাড়ে উল্লেখ করে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, মূল্যবৃদ্ধির প্রভাব অবশ্যই মূল্যায়ন করা হবে। সরকার বিষয়টি নিয়ে কাজ করছে। বিশ্ববাজারে দাম বাড়লে যেমন দেশে বাড়বে, তেমনই সেখানে কমলে দেশেও কমবে। বুধবার (১০ আগস্ট) ঢাকায় সচিবালয়ে অর্থমন্ত্রীর দফতরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন।
বর্তমান পরিস্থিতিকে দুঃসময় উল্লেখ করে অর্থমন্ত্রী আরো বলেন, জনগণকে সহযোগিতা করা ও ভালো রাখা সরকারের দায়িত্ব। সেই কাজটিই সরকার করে যাচ্ছে। দুঃসময় কেটে যাবে বলেও আশা প্রকাশ করেন তিনি। অর্থমন্ত্রী বলেন, সরকার সবার জন্যই। কিন্তু গরিব মানুষের জন্য প্রণোদনাসহ বেশ কিছু উদ্যোগ রয়েছে।
জ্বালানি তেলের দাম প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, দাম কেন বাড়লো তা সংশ্লিষ্ট মন্ত্রণালয় জানিয়েছে। তবে জ্বালানি মন্ত্রণালয় ও এর সঙ্গে সম্পৃক্ত সবাইকে নিয়ে প্রধানমন্ত্রী বসবেন।
এমকে