বাংলাদেশের বিশেষ কোনো দলকে সমর্থন করে না যুক্তরাষ্ট্র

১০ অগাস্ট ২০২২

বাংলাদেশের রাজনৈতিক বিশেষ কোনো দলকে যুক্তরাষ্ট্র আগের মতো এখনো  সমর্থন করে না বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস। বলেছেন, সুষ্ঠু নির্বাচনের জন্য জরুরি নির্বাচন কমিশন, সরকারসহ সবার সক্রিয় অংশগ্রহণ। বুধবার (১০ আগস্ট) রাজধানী ঢাকায় রাজনৈতিক নেতৃত্বের জ্ঞান ও দক্ষতা উন্নয়নের জন্য ‘পলিটিক্স ম্যাটারস’ নামে ই-লার্নিং প্লাটফর্মের উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন। অনুষ্ঠানে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে মার্কিন রাষ্ট্রদূত আরও বলেন, সংকট মোকাবিলায় সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনের চেয়ে ভালো কোনো সমাধান নেই। তিনি জাতীয় নির্বাচনে সব দলকে অংশগ্রহণের তাগিদ দেন এ সময়।

অনুষ্ঠানে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য শামীম হায়দার পাটোয়ারী এমপি বক্তব্য দেন।

এমকে


মন্তব্য
জেলার খবর