আনন্দের জোয়ারে ভাসছেন পরীমণি। কিছুদিন আগেই সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, ২৮ অগস্ট ‘মা’ হবেন তিনি। চিকিৎসকের কথা অনুযায়ী ওই দিন পৃথিবীর আলো দেখবে তার সন্তান। তবে ১৭ দিন আগেই রাজ-পরীর ঘর আলো করে এলো রাজকুমার। রাজ জানিয়েছেন, প্রতীক্ষার অবসান। বুধবার সন্ধ্যায় ঢাকার একটি হাসপাতালে ছেলে হয়েছে আমাদেরর। মা ও সন্তান দু’জনেই ভালো আছেন। নতুন ‘মা’কেও আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন অভিনেতা-স্বামী।
সামাজিক মাধ্যমে এ খবর শেয়ার করেন রাজ। এরপর থেকে শুভেচ্ছায় ভরিয়ে দেন ভক্তরা। যাবতীয় বিতর্ক, বিদ্বেষ ভুলে নতুন মাকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন সবাই। বুধবার আচমকাই প্রসবব্যথা ওঠে পরীর। সঙ্গে সঙ্গে রাজ তাকে নিয়ে যান রাজধানীর একটি হাসপাতালে। সন্তানের জন্মের আগেই তার নাম ঠিক করে রেখেছিলেন রাজ-পরী। মেয়ে হলে নাম রাখবেন রানি। ছেলে হলে নাম হবে রাজ্য। সেই অনুযায়ী নতুন মায়ের সত্যিই যেন রাজ্য-জয় হলো।