পাকিস্তানে এআরওয়াই টিভি বন্ধ ঘোষণা, আটক সিনিয়র কর্মকর্তা

১১ অগাস্ট ২০২২

রাষ্ট্রদ্রোহী অনুষ্ঠান সম্প্রচারের অভিযোগে এআরওয়াই নামে একটি টেলিভিশন চ্যানেল বন্ধ করে দিয়েছে পাকিস্তান সরকার। এর কয়েক ঘণ্টার মধ্যে চ্যানেলটির এক শীর্ষকর্তাকে গ্রেফতারও করা হয়েছে। বুধবার গ্রেফতারি পরোয়ানা ছাড়াই ওই কর্মকর্তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।

গ্রেফতারকৃত ওই কর্মকর্তার নাম আহমাদ ইউসুফ। তিনি চ্যানেলটির সিনিয়র এক্সিকিউটিভ ভাইস-প্রেসিডেন্ট। বুধবার ভোরে করাচির ডিএইচএ এলাকায় ইউসুফের বাড়িতে থেকে তাকে গ্রেফতার করা হয়। তবে তার বিরুদ্ধে কী অভিযোগ আনা হয়েছে, তা জানানো হয়নি।

প্রসঙ্গত, ইউসুফের গ্রেফতারির আগে কয়েক ঘণ্টা আগে পিইএমআরএ-র নির্দেশেই এআরওয়াই নিউজের সম্প্রচার বন্ধ করে দেওয়া হয়। ওই চ্যানেলকে একটি নোটিস পাঠিয়ে পিইএমআরএ বলেছে, ‘পুরোপুরি জল্পনার উপর ভিত্তি করে আপত্তিকর, ঘৃণাপূর্ণ, রাষ্ট্রদ্রোহী অনুষ্ঠান প্রচারের জন্য চ্যানেলটি বন্ধ করে দেওয়া হল।’ চ্যানেলটিকে ‘জাতীয় সুরক্ষার’ পক্ষে ক্ষতিকারক আখ্যা দিয়ে নোটিসে পিইএমআরএ-র অভিযোগ, ‘সরকার ও সেনাবাহিনীর মধ্যে বিভেদের উদ্দেশ্যে এবং সেনায় বিদ্রোহ উস্কে দেওয়ার জন্য চ্যানেলে নানা সম্প্রচার চলছে।’


মন্তব্য
জেলার খবর