রাজধানী রক্ষার জন্য জার্মানির সাহায্য চাইলেন ইউক্রেন

২২ মার্চ ২০২২

ইউক্রেনের রাজধানী শহর কিয়েভ রক্ষার জন্য জার্মানির কাছে সহায়তা চেয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সোমবার এক বক্তৃতায় জেলেনস্কি বিমান হামলার সাইরেনের ২০-সেকেন্ডের একটি অডিও ক্লিপ বাজিয়ে বলেন, প্রতি ঘণ্টা, দিন ও সপ্তাহ ধরে ইউক্রেনীয়রা এ শব্দ শুনছে।

 

তিনি বলেন, এ শব্দের মধ্যে ইউক্রেনীয়রা বসবাস করছে। কাজ করছে। ঘুমানোর চেষ্টা করছে। এ শব্দের মধ্যে তারা ক্ষত সারানোর চেষ্টা করছে। সন্তান জন্ম দিচ্ছে। মৃত্যুবরণও করছে।

 

ইউরোপ বিশেষ করে জার্মানির রাশিয়াকে চাপ প্রয়োগ করার ‘শক্তি’ আছে মন্তব্য করে জেলেনস্কি বলেন, আপনাদের বাণিজ্য, আপনাদের কোম্পানি এবং ব্যাংক ছাড়া এ যুদ্ধে অর্থায়ন করার অর্থ রাশিয়ার নেই।

 

রাশিয়ার সঙ্গে সবধরনের বাণিজ্য বন্ধ করার জন্য ইউরোপীয় নেতাদের প্রতি আহ্বান জানিয়ে জেলেনস্কি বলেন, দখলকারীদের জন্য কোনো ইউরো নয়। তাদের জন্য আপনাদের সব বন্দর বন্ধ করে দিন। তাদের কাছে আপনাদের পণ্য রপ্তানি করবেন না। রাশিয়াকে ইউক্রেন ছাড়তে চাপ দিন।

 

তিনি বলেন, আমি নিশ্চিত যে শান্তি সম্ভব। তবে এটি পৌঁছানোর জন্য আপনাদের অবশ্যই কাজ করতে হবে।


মন্তব্য
জেলার খবর