ছেলের ছবি প্রকাশ্যে আনলেন পরীমণি

১১ অগাস্ট ২০২২

ঢালিউডের তারকা দম্পতি শরিফুল রাজ ও পরীমণি মা-বাবা হয়েছেন। বুধবার সন্ধ্যায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে পুত্রসন্তানের জন্ম দেন পরীমণি। মা ও নবজাতক দুজনেই সুস্থ আছেন বলে এ দম্পতির পারিবারিক সূত্রে জানানো হয়েছে।

 

এবার সামাজিক মাধ্যমে সন্তানের ছবি শেয়ার করে নিয়েছেন পরীমণি। সেই সাথে নবজাতকের নামও জানিয়েছেন। বৃহস্পতিবার (১১ আগস্ট) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পাতায় মা-ছেলের পরম একটি ছবি পোস্ট করেন। সেখানে তার ছেলের নাম শাহীম মুহাম্মদ রাজ্য বলে জানান।

 

সেই সঙ্গে প্রিয় সন্তানকে দিয়েছেন আশীর্বাদ-বাণী। ক্যাপশনে লিখেছেন, ‘তুমি পৃথিবীর জন্যে আলোর বাহক হও। অভিনন্দন তোমাকে। আমাদের রাজপুত্র।’


মন্তব্য
জেলার খবর