তৃণমূল নেতা অনুব্রত গ্রেফতার

১১ অগাস্ট ২০২২

ভারতের প্রভাবশালী তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করেছে সিবিআই। বৃহস্পতিবার সকালে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

 

পশ্চিমবঙ্গে গরু পাচার মামলায় সাপ্লিমেন্টারি অভিযোগপত্রে উল্লেখ ছিল অনুব্রতর দেহরক্ষী সায়গল হোসেনের নাম। সেইসঙ্গে উল্লেখ ছিল অনুব্রত মণ্ডলের নামও।

 

সিবিআই সূত্রে জানা গেছে, তদন্তে অসহযোগিতার অভিযোগ আনা হয়েছে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে। সিবিআইয়ের কর্মকর্তারা ১০ বার তাকে তলব করলেও তিনি মাত্র একবার হাজিরা দিয়েছিলেন। এর আগে দুবার সিবিআইয়ের তলবও শারীরিক অসুস্থতার দোহাই দিয়ে এড়িয়ে গিয়েছিলেন অনুব্রত। একবার তিনি গিয়েছিলেন এসএসকেএম-এ এবং পরের বার বোলপুর মহকুমার হাসপাতালের চিকিৎসকদের বাড়ি ডেকে বিশ্রাম লিখে দিতে চাপ দেন বলে অভিযোগ রয়েছে।

 

এদিন সকাল ৯টার কিছু সময় পর আট জনের মতো সিবিআইয়ের কর্মকর্তা ১০০ জন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে নিয়ে অনুব্রত মণ্ডলের বাড়িতে হানা দেন। বাড়ি থেকে নিরাপত্তারক্ষীদের বের করে দিয়ে বাড়ির দখল নেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা। বাড়ির সবার কাছ থেকে মোবাইল নিয়ে নেওয়া হয়। বেশ কিছুক্ষণ তল্লাশিও চলে অনুব্রত মণ্ডলের বাড়িতে। পরে বেলা ১১টা নাগাদ তাকে নিয়ে গাড়িতে তোলে সিবিআই।

 

সিবিআই সূত্রে খবর—অনুব্রত মণ্ডলকে প্রথমে বোলপুরের ক্যাম্প অফিসে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। তারপর তাকে শারীরিক পরীক্ষাও করানোর কথা রয়েছে। এদিনই তাকে আসানসোল আদালতে হাজির করা হতে পারে বলে জানা গেছে।


মন্তব্য
জেলার খবর