তাইজুলের র‌্যাংকিংয়ে উন্নতি

১১ অগাস্ট ২০২২

তিন ম্যাচের ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে দুর্দান্ত জয় পেয়েছে বাংলাদেশ। আগের দু’ম্যাচে হারের কারণে সিরিজ থেকে আগেই ছিটকে যায় লাল-সবুজের দল। তবে ব্যক্তিগত ভালো পরফরমেন্সের কারণে আইসিসি র‌্যাংকিংয়ে লম্বা লাফ দিয়েছেন তাইজুল ইসলাম। বুধবার সর্বশেষ র‌্যাংকিং হালনাগাদ করে আইসিসি। সেখানে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজে ফিরে দ্বিতীয় ম্যচে ১ উইকেট নেওয়া তাইজুল ইসলাম এগিয়েছেন ১০ ধাপ। ক্যারিয়ারসেরা ৭১তম স্থানে উঠে এসেছেন এ স্পিনার।

 

ব্যাটারদের র‌্যাংকিংয়ে বরাবরের মতোই ১৬তম স্থানে রয়েছেন জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ও দ্বিতীয় ওয়ানডেতে ফিফটি হাঁকানো তামিম ইকবাল। এক ধাপ এগিয়ে ২৮তম স্থানে উঠে এসেছেন লিটন দাস। সমান ধাপ এগিয়ে ৩৫তম স্থানে মাহমুল্লাহর অবস্থান। অপরদিকে দুই ধাপ পিছিয়েছেন মুশফিক। ১৯তম স্থানে রয়েছেন তিনি। এক ধাপ পিছিয়েছেন সাকিব অবস্থান করছেন ৩০তম স্থানে।

 

বোলারদের তালিকায় সবার ওপরে রয়েছেন মেহেদি হাসান মিরাজ। ষষ্ঠ স্থান রয়েছেন তিনি। সেরা দশে এ স্পিনার ছাড়া বাংলাদেশের আর কোনো বোলার নেই। দুই ধাপ পিছিয়ে সাকিব ১৪তম ও মুস্তাফিজুর রহমান ১৬তম স্থানে রয়েছেন। তাসকিন আহমেদ চার ধাপ পিছিয়ে নেমে গেছেন ৪২তম স্থানে।


মন্তব্য
জেলার খবর