একাদশে এবাদত না থাকায় অবাক হয়েছিলেন তামিম

১১ অগাস্ট ২০২২

অসংখ্য বার জিম্বাবুয়েকে হোয়াই ওয়াশ করার স্বা দিয়েছে বাংলাদেশ। তবে এবার সেই জিম্বাবুয়ের সামনেই নতি স্বীকার টাইগারদের। সিরিজ হারের পাশাপাশি হোয়াইট ওয়াশেরও শঙ্কা উঠেছিল। নিজেদের মাটিতে জিম্বাবুয়ে যেন অজেয় হয়ে উঠেছিল। তবে শেষ ম্যাচে দুর্দান্ত জয়ে স্বস্তিতে সিরিজ শেষ করেছে তামিম বাহিনী।

 

বুধবার ওয়ানডে ক্রিকেটে নিজেদের ৪০০তম ম্যাচে স্বাগতিকদের ২৫৭ রানের লক্ষ্য দিয়েছিল টাইগাররা। আগের দু’ম্যাচে ৩০৩ ও ২৯০ রান করেও হারতে হয়েছিল বাংলাদেশের। এবার সেখানে এমন পুঁজি নিয় জয়ের আশা ছেড়েই দিয়েছিলেন তামিম। তবে এবার দাপুটে বোলিংয়ে জিম্বাবুয়ে ব্যাটিং শিবিরে কাপন ধরিয়ে দেয় বাংলাদেশি বোলাররা। এক পর্যায়ে একশ’ রানের মধ্যেই গুটিয়ে যাওয়ার শঙ্কায় ছিল তারা। তবে শেষ জুটির রেকর্ডে শেষ পর্যন্ত ১৫১ রানের থামে জিম্বাবুয়ের ইনিংস।

 

অভিষেক ম্যাচে বল হাতে আলো ছড়ান পেসার এবাদত হোসেন। নিজের দ্বিতীয় ওভারে পরপর দুই বলে জিম্বাবুয়ের দুই তারকা ব্যাটসম্যান ওয়েসলি মাধেভেরে ও আগের দুই ম্যাচে ব্যাক টু ব্যাক সেঞ্চুরি করা সিকান্দার রাজাকে আউট করেন এবাদত। এবাদতের প্রশংসা করে তামিম বলেন, আমরা তাকে অনেকদিন ধরেই দলের সঙ্গে রেখেছি। এ সিরিজে মূল দলে সে জায়গা না পাওয়ায় একটু অবাকই হয়েছি। এটা ছিল তার জন্য খুব ভালো সুযোগ এবং সৌভাগ্যবশত সে প্রত্যাশা পূরণ করেছে।


মন্তব্য
জেলার খবর