পুতিনকে যুদ্ধাপরাধী বলায় মার্কিন রাষ্ট্রদূতকে তলব রাশিয়ার

২২ মার্চ ২০২২

এক টেলিভিশন টকশোতে ইউক্রেনে সেনা অভিযানের ঘটনায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে যুদ্ধাপরাধী বলেছিলে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এবার সেই ঘটনার প্রেক্ষিতেই মস্কো মার্কিন রাষ্ট্রদূতকে তলব করেছে।

 

মস্কোর দাবি, বাইডেনের এমন মন্তব্যে দুই দেশের দ্বিপক্ষিক সম্পর্কে ফাটল ধরবে। আর এ বিষয়েই মার্কিন রাষ্ট্রদূতকে সতর্ক করতেই তলব করা হয়েছে। এক বিবৃতিতে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় এখবর জানিয়েছে।

 

ওই বিবৃতিতে আরো জানানো হয়, ‘মার্কিন প্রেসিডেন্টের এমন মন্তব্য, তার মতো উচ্চপদস্থ রাষ্ট্রীয় নেতার কাছ থেকে কোনোভাবেই কাম্য নয়। তার এ মন্তব্য রাশিয়া-আমেরিকার সম্পর্কে খাদের মধ্যে ফেলে দিয়েছে।

 

এদিকে কয়েক দফা শান্তি আলোচনায় বসলেও এখনও কোনো সমাধানে পৌঁছাতে পারেনি রাশিয়া ও ইউক্রেন। চলছে পাল্টাপাল্টি দোষারোপ। এবার ইউক্রেনের প্রেনিডেন্ট ভলোদিমির জেলেনস্কির উপদেষ্টা আলেক্সান্ডার রোডনিয়াস্কি বলেছেন, শান্তি আলোচনার বিষয়ে রাশিয়া মোটেও সিরিয়াস নয়।

 

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘রণাঙ্গনে কী ঘটছে তা থেকে বিশ্ব দৃষ্টি অন্যদিকে ঘুরিয়ে নেওয়ার জন্য তারা (রাশিয়া) এ আলোচনাকে কাজে লাগাচ্ছে।’

 

তিনি আরও বলেন, ‘আপনি শান্তি চাইলে একই সময়ে কোনোভাবেই শহরে বোমা হামলা চালাতে পারেন না।’  খবর আল জাজিরার।


মন্তব্য
জেলার খবর