সংসদ অধিবেশন বসছে ২৮ আগস্ট

১১ অগাস্ট ২০২২

আগামী ২৮ (রোববার) আগস্ট বসছে একাদশ জাতীয় সংসদের ১৯তম অধিবেশন। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সাংবিধানিক ক্ষমতাবলে এ অধিবেশন আহবান করেছেন।  বৃস্পতিবার (১১ আগস্ট) জাতীয় সংসদ সচিবালয়ের গণসংযোগ শাখা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিকাল ৫টায় অধিবেশন বসবে। সভাপতিত্ব করবেন স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী। প্রসঙ্গতে সংবিধান অনুযায়ী একটি অধিবেশন শেষ হওয়ার পরবর্তী ৬০ দিনের মধ্যে আরেকটি অধিবেশন ডাকতে হবে। গত ৩০ জুন এ সংসদের ১৮তম অধিবেশন শেষ হয়।

এমকে


মন্তব্য
জেলার খবর