জাতীয় শোক দিবসের সব অনুষ্ঠানে নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ আইজিপির

১১ অগাস্ট ২০২২

আগামী ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে সারাদেশে আয়োজিত সব অনুষ্ঠানে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের সব ইউনিট প্রধানকে নির্দেশ দেওয়া হয়েছে।  বৃহস্পতিবার (১১ আগস্ট) পুলিশ কোয়ার্টার্সে এক ভার্চুয়াল সভায় এ নির্দেশ দেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ।। সভায় সব মেট্রোপলিটন, রেঞ্জ ও জেলার পুলিশ সুপার যুক্ত ছিলেন।

ইউনিট প্রধানদের উদ্দেশ্যে আইজিপি বলেন, জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে কেউ যেন কোনও বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সেদিকে সতর্ক দৃষ্টি রাখতে হবে। জঙ্গি ও নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য এবং অন্যান্য সন্ত্রাসীদের সম্পর্কে গোয়েন্দা কার্যক্রমের ভিত্তিতে পর্যাপ্ত সতর্কতা ও নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। অনুষ্ঠান চলাকালে পুলিশি টহল জোরদার এবং বিট পুলিশ কর্মকর্তাদের নিজ নিজ অধিক্ষেত্রে সরব উপস্থিতি ও নজরদারি বাড়াতে হবে। তাছাড়া এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনও গুজব না ছড়ায় সে বিষয়েও তাদের দৃষ্টি রাখার নির্দেশ দেন।

এমকে


মন্তব্য
জেলার খবর