বেড়েছে খেলাপি ঋণ

১২ অগাস্ট ২০২২

দেশের ব্যাংক খাতে আশঙ্কাজনক হারে খেলাপি ঋণের পরিমাণ বাড়ছে, এক বছরের ব্যবধানে বেড়েছে ২৬ হাজার ৫২ কোটি টাকা। দেশের ইতিহাসে এটা সর্বোচ্চ খেলাপি ঋণ। গত জুন শেষে এ ঋণের পরিমাণ দাঁড়িয়েছে এক লাখ ২৫ হাজার ২৫৭ কোটি টাকা। বৃহস্পতিবার (১১ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের এ সংক্রান্ত প্রতিবেদন থেকে বিষয়টি জানা গেছে। সুশাসন না থাকায় খেলাপি ঋণ বেড়েছে বলে মনে করছেন অর্থনীতিবিদরা।

এদিকে ঋণের কিস্তি পরিশোধ না করেও খেলাপি হওয়া থেকে অব্যাহতি পাচ্ছেন গ্রাহক। তারপরও খেলাপি ঋণের পরিমাণ বাড়ায় উদ্বিগ্ন ব্যাংক সংশ্লিষ্টরা।

বাংলাদেশ ব্যাংকের হিসাবে, এ ঋণ গত মার্চ শেষে ছিল এক লাখ ১৩ হাজার ৪৪০ কোটি টাকা। গত ডিসেম্বর প্রান্তিক শেষে ছিল এক লাখ তিন হাজার ২৭৪ কোটি টাকা। সে হিসাবে তিন মাসে বেড়েছে ১১ হাজার ৮১৭ কোটি টাকা। আর ছয় মাসে বেড়েছে ২১ হাজার ৯৮৩ কোটি টাকা।  

জানা গেছে করোনার কারণে ২০২০ থেকে ২১- এ দুই বছরে বছর জুড়ে কয়েক দফায় কোনও ঋণ পরিশোধ ছাড়াই খেলাপিমুক্ত থাকার সুযোগ ছিল। এ সুযোগ ছিল ঋণ সামান্য পরিশোধকারীদেরও। এ ধরনের বিভিন্ন সুবিধার বেশিরভাগই গত ডিসেম্বরে শেষ হয়েছে। এর পরই খেলাপি ঋণ বেড়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের হিসাবে, গত জুন প্রান্তিক শেষে মোট বিতরণ করা ঋণের পরিমাণ ১৩ লাখ ৯৮ হাজার ৫৯২ কোটি টাকা। এর মধ্যে ৮ দশমিক ৯৬ শতাংশেই খেলাপি। মোট খেলাপির ৪৪ ভাগই রাষ্ট্রায়ত্ত ছয় ব্যাংকের। গত বছরের জুন শেষে খেলাপি ঋণের পরিমাণ ছিল ৯৯ হাজার ২০৫ কোটি টাকা।

এমকে


মন্তব্য
জেলার খবর