ভোলা প্রতিনিধি:
ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানা সদর বাজারে জমাদার স্যানিটারি এণ্ড টাইলস হাউজে চুরির ঘটনা ঘটেছে। দোকানটি থেকে ২৫টি ১০ এম মটার, ভিআইপি স্যানিটারি মালামালসহ প্রায় সাড়ে তিন লক্ষ টাকার মালামাল চুরি করা হয়েছে বলে দাবি করেছেন দোকান মালিক জামাল জমাদার। বিষয়টি শশীভূষণ থানা পুলিশকে লিখিতভাবে জানিয়েছেন তিনি।
জামাল জমাদার জানান, প্রতিদিনের ন্যায় বৃহস্পতিবার রাত সাড়ে ১০ টার দিকে দোকান বন্ধ করে বাসায় চলে যান। শুক্রবার সকাল ৮ টার দিকে দোকানের কর্মচারী সবুজ দোকান খুলে দেখেন- পিছনের দরজা খোলা, দোকানে অধিকাংশ মালামাল নেই। খবর শুনে দোকানে এসে দেখি- ২৫টি ১০ এম মটার, ভিআইপি স্যানিটারি মালামাল চুরি হয়েছে। শশীভূষণ বাজারের একাধিক ব্যবসায়ীর প্রশ্ন বাজার থেকে থানার দূরত্ব প্রায় ১ কিলোমিটার, বাজারে তিনজন পাহারাদার রয়েছে। তারপরও কীভাবে চুরি হলো?
শশীভূষণ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান পাটোয়ারী বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে।
কামরুজ্জামান শাহীন/এমকে