কামরুজ্জামান শাহীন,ভোলা:
ভোলায় জেলা বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ সমাবেশ করেছেন। শুক্রবার (১২ আগষ্ট) সকাল ১১ টায় মহাজনপট্রিতে জেলা বিএনপির কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করেন তারা। ভোলা ছাত্রদল সভাপতি নুরে আলম ও স্বেচ্ছাসেবক দলের কর্মী আব্দুর রহিম হত্যার বিচার দাবিতে এবং জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি, বিদ্যুতের লোডশেডিং ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কেন্দ্রীয়ভাবে এ কর্মসূচি ঘোষণা করে বিএনপি।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন- জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব গোলাম নবী আলমগীর, সাধারণ সম্পাদক হারুন অর রশিদ ট্রুম্যান, সাংগঠনিক সম্পাদক এনামুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আমিরুল ইসলাম বাসেদ, যুগ্ম সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম কায়েদ, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল কাদের সেলিম, স্বেচ্ছাসেবক দলের সভাপতি জামিল হোসেন অদুদ, ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি জসিম উদ্দিন, শ্রমিক দলের সভাপতি মানিক মিয়া, কৃষকদলের সভাপতি আ. রহমান সেন্টু প্রমূখ।এ সময় জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি ফখরুল ইসলাম ফেরদাউস, যুগ্ম সাধারষ সম্পাদক মোস্তাফা কামাল ও সাংগঠনিক সম্পাদক মো. মনির হোসেনসহ জেলা বিএনপি ও অংঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এমকে