পরমাণু কর্মসূচি চালিয়ে যাওয়ার প্রত্যয় ইরানের

২২ মার্চ ২০২২

কোনোভাবেই পরমাণু কর্মসূচি থেকে ইরান পিছপা হবে না বলে জানিয়েছেন দেশটির পরমাণু শক্তি সংস্থার প্রধান ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ ইসলামি। ইসলামি ফার্সি নববর্ষ উপলক্ষ্যে দেওয়া ভিডিও অভিনন্দন বার্তায় তিনি এসব কথা বলেছেন। তিনি বলেছেন, শান্তিপূর্ণ পরমাণু কার্যক্রম চালিয়ে যাওয়ার জন্য এ শিল্পের ক্ষেত্রে ব্যাপক পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

 

ইসলামি আরও বলেন, বলদর্পী শক্তিগুলোর ব্যাপক প্রচেষ্টা সত্ত্বেও আল্লাহর রহমতে পারমাণবিক শিল্পে ব্যাপক সাফল্য অর্জিত হয়েছে। এ শিল্পে কর্মরত বিজ্ঞানী ও কর্মীদের সফল এবং কার্যকর প্রচেষ্টার কথা তিনি স্মরণ করেন। সেইসাথে পরমাণু ক্ষেত্রে সাফল্যের শিখরে পৌঁছানোর সাফল্য ‘পরমাণু শহীদদের’ উৎসর্গ করেন তিনি।

সূত্র : পার্সটুডে।


মন্তব্য
জেলার খবর