বিএনপির বিক্ষোভ সমাবেশে সরকার এখন আর কোনো ঝামেলা করছে না বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কারণ হিসেবে বলেছেন, নির্বাচন সামনে রেখে সরকার বিদেশি চাপে আছে। শুক্রবার রাজধানী ঢাকায় জাতীয় প্রেস ক্লাবের সামনে এক বিক্ষোভ সমাবেশে এ কথা বলেন। বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের উদ্যোগে এ সমাবেশ হয়।
চাপ প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, বিরোধী দলকে সভা-সমাবেশ করতে দিতে বিভিন্ন দেশের চাপ রয়েছে। সরকার দেখাচ্ছে, বিরোধী দলকে সভা-সমাবেশ করতে দেওয়া হচ্ছে। গতকালকেও (বৃহস্পতিবার) বিএনপির সমাবেশ হয়েছে, খুব বেশি ঝামেলা করেনি। আজকের সমাবেশেও চারদিকে পুলিশ আছে, ঝামেলা করছে না। কারণ হিসেবে মির্জা ফখরুল বলেন, তারা দেখাচ্ছে- তারা গণতান্ত্রিক দল, কোনো ঝামেলা করে না। এগুলো প্রতারণা। এ প্রতারণা তাদের চরিত্রের সঙ্গে জড়িয়ে আছে।
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজের একাংশের সাবেক সভাপতি রুহুল আমিন গাজীর সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন, বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আবদুস সালামসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতারা।
এমকে