সড়ক দুর্ঘটনায় বন্ধুসহ প্রাণ হারালেন গায়ত্রী

২২ মার্চ ২০২২

ভারতের তেলেগু সিনেমার জনপ্রিয় নায়িকা গায়ত্রী ওরফে ডলি ডি ক্রুজ সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। তার বয়স হয়েছিল ২৬ বছর। হায়দরাবাদের গাচিবৌলি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবর টাইমস অব ইন্ডিয়ার।

 

হলি উদযাপনের পর বন্ধু রাঠোরের সঙ্গে শুক্রবার (১৮ মার্চ) রাতে বাড়ি ফিরছিলেন গায়ত্রী। রাঠোর গাড়ি চালাচ্ছিলেন। নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক ডিভাইডারে আঘাত হানে গাড়ি। ঘটনাস্থলেই নিহত হন নায়িকা গায়ত্রী। আর রাঠোরকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। পরে তিনিও মারা যান। এ ছাড়া এ দুর্ঘটনায় ৩৮ বছর বয়সি এক পথচারী নারী মারা গেছেন।

 

গায়ত্রীর আসল নাম ডলি ডি ক্রুজ। ইউটিউবার হিসেবেও জনপ্রিয় ছিলেন তিনি। তার ইউটিউব চ্যানেলের নাম জলসা রায়ুডু। সিনেমা ছাড়াও ওয়েব সিরিজে কাজ করেছেন। কাজ করেছেন তামিল সিনেমায়।


মন্তব্য
জেলার খবর