একদিনে শনাক্ত ১৪৪ করোনা রোগী

১৩ অগাস্ট ২০২২

গত ২৪ ঘণ্টায় দেশে কোনো করোনা রোগী মারা না গেলেও শনাক্ত হয়েছে  ১৪৪ জনের। আর মোট আক্রান্তের মধ্যে সুস্থ হয়েছেন ৪৫৬ জন। শনিবার  (১৩ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। শুক্রবার  শনাক্ত হয়েছিল ২১৮ জন, মারা যায় ২ জন করোনা রোগী।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ছিল ৪ দশমিক ২৯। ৩ হাজার ৩৫৫টি নমুনা সংগ্রহ করা হয়। আগের নমুনাসহ পরীক্ষা করা হয় ৩ হাজার ৩৫৭টি নমুনা। নমুনা পরীক্ষার মাধ্যমে করোনা রোগী শনাক্ত করে স্বাস্থ্য অধিদফতর।

বিজ্ঞপ্তির হিসাবে, এখন পর্যন্ত ২০ লাখ ৮ হাজার ৬৪৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে করোনামুক্ত হয়েছেন ১৯ লাখ ৫০ হাজার ৮৪৩ জন। মৃত্যু হয়েছে  ২৯ হাজার ৩১২ জনের। গড় শনাক্তের হার ১৩ দশমিক ৬৯।

এমকে

 


মন্তব্য
জেলার খবর