ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে অভিযান চালাচ্ছে রাশিয়া। দেশটিতে রুশ হামলার পর থেকে বিশ্ব যেন দুভাগে ভাগ হয়ে যাচ্ছে। এবার ইউক্রেন যুদ্ধে যেকোনো একটি পক্ষ নেয়ার জন্য দক্ষিণ আফ্রিকাকে পশ্চিমা দেশগুলো চাপ সৃষ্টি করছে। তবে তাতে নমনীয় হবে না বলেছে দেশটি। দেশটি আরো বলেছে, পাশ্চাত্য কখনও কখনও দক্ষিণ আফ্রিকার ওপর নিজের দৃষ্টিভঙ্গি চাপিয়ে দিতে চায়, যা গ্রহণযোগ্য নয়।
রাজধানী প্রিটোরিয়ায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের সঙ্গে সাক্ষাতের পর এক যৌথ সংবাদ সম্মেলনে তার দেশের এ অব্স্থানের কথা ঘোষণা করেন দক্ষিণ আফ্রিকার আন্তর্জাতিক সম্পর্ক ও সহযোগিতা বিষয়ক মন্ত্রী নালেদি প্যান্ডোর।
তিনি বলেন, ইউরোপ বা অন্য কোনো পশ্চিমা দেশ আমাদের সঙ্গে কথা বলার সময় তাদের দৃষ্টিভঙ্গি আমাদের ওপর চাপিয়ে দিতে চায়। এ বিষয়টিকে আমরা একদম পছন্দ করি না। এ ধরনের চাপিয়ে দেয়ার নীতি যেমন মেনে নেব না, তেমনি আফ্রিকার অন্য কোনো দেশও মানবে না বলে তিনি আশা করছেন।
ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়া গত ফেব্রুয়ারি মাস থেকে যে সামরিক অভিযান চালাচ্ছে সে ব্যাপারে নিরপেক্ষ অবস্থান গ্রহণ করেছে দক্ষিণ আফ্রিকা। রাশিয়া-ইউক্রেন যুদ্ধে দক্ষিণ আফ্রিকা নিরপেক্ষ অবস্থান নেয়ায় আমেরিকার সঙ্গে দেশটির সম্পর্কে টানাপড়েন চলছে।
সূত্র : পার্সটুডে