ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা বিশ্বনাথ বসু। হাস্যরসাত্মক অভিনয়ে তার জুড়ি নেই। ১২ আগস্ট ছিল তার মায়ের জন্মদিন। মায়ের জন্মদিনে আবেগঘন স্টাটাসে এ অভিনেতা লিখেছেন, ‘ধৈর্যের পাঠ যার কাছ থেকে শিখি, অবিন্যস্ত কঠিন পথ যে অনায়াসে সুগম ও সুগন্ধিতে ভরিয়ে দিতে পারার ক্ষমতা রাখে, সেই মায়ের জন্মদিন তোমার ভালো থাকা ও বেঁচে থাকাটা বড়ই দরকার আমাদের সাত প্রাণের....।’
বিশ্বনাথ বলেন, ‘মায়েরও জন্মদিন হয় ছোটবেলায় ভাবতে পারতাম না৷ জানতাম রাখিপূর্ণিমার দিন মায়ের জন্মদিন৷ একটু পায়েস হলো ব্যস। স্ত্রী আসার পর এ বিশেষ দিনগুলো পালন করতে বিশেষভাবে উদ্যোগী হয়। এখন নাতি হওয়ার পর তো মায়ের আরও ডিম্যান্ড।’
টলি বেশ ব্যস্ত এ অভিনেতা। এ মুহূর্তে একগুচ্ছ কাজ বিশ্বনাথের ঝুলিতে। একদিকে ‘প্রজাপতি’র শ্যুটিংয়ে ব্যস্ত অভিনেতা। এ ছাড়াও চলছে ‘পিলু’ ও অন্যান্য ধারাবাহিকেরও শ্যুটিং রয়েছে।