এক ফ্যাশন পত্রিকার জন্য উলঙ্গ হয়ে বিভিন্ন ভঙ্গিতে ফোটোশ্যুট করেছিলেন রণবীর। গত মাসে এমন একগুচ্ছ ছবি প্রকাশ্যে আসার পরই শুরু হয় পক্ষে-বিপক্ষে তুমুল আরেঅচনা-সমালোচনা। সাহসিকতা না অপরাধ, তা নিয়ে তৈরি হয় বিতর্ক। রণবীরের বিরুদ্ধে অশ্লীলতার অভিযোগ দায়ের হয় থানায়। সেই পরিপ্রেক্ষিতেই আগামী ২২ অগস্টের মধ্যে তাকে হাজিরা দিতে নির্দেশ দিয়েছে মুম্বাই পুলিশ।
রণবীরকে ধরতে তার বাড়িতে যায় পুলিশ। তবে তিনি তখন বাড়িতে ছিলেন না। পুলিশকে জানানো হয়েছে, আগামী ১৬ অগস্ট ফিরে আসবেন রণবীর। তখন আবারও তার মুম্বাইয়ের বাড়িতে যাবে পুলিশ।
চারিত্রিক মূল্যবোধ ও নারী-অনুভূতিতে আঘাত হানার অভিযোগ তার বিরুদ্ধে। এ অভিযোগে এক স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে অভিনেতার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন এক মহিলা আইনজীবী। ২৬ জুলাই সেই অভিযোগ এফআইআর হিসেবে নথিভুক্ত করেছিল মুম্বাইয়ের চেম্বুর থানা পুলিশ।