এবার থাইল্যান্ডে গোটাবায়া

১৩ অগাস্ট ২০২২

থাইল্যান্ড পৌঁছেছেন শ্রীলঙ্কার পলায়ণরত সাবেক প্রেসিডেন্ট গোটাবাইয়া রাজাপাকসে। বৃহস্পতিবার রাতে তিনি থাইল্যান্ডে পৌঁছেন। এ সময় তাকে একজন নারীসহ বিমানবন্দর থেকে বেরিয়ে যেতে দেখা যায়। ধারনা করা যায়, ওই নারী তার স্ত্রী। এ সময় তাকে দেয়া হয়নি কোনো প্রোটোকল। সাধারণ একজন যাত্রীর বেশেই তিনি সেখানে গেছেন। মুখে মাস্ক পরা। তৃতীয় একজন ব্যক্তিকে দেখা যায় তাদেরকে পথ দেখিয়ে নিয়ে যাচ্ছেন। হতে পারেন তিনি বিশেষ সংস্থার লোক অথবা অপেক্ষারত গাড়ির চালক। এ বিষয়ক তিনটি ছবি প্রকাশ করেছে অনলাইন ডেইলি মিরর। এর আগে শ্রীলঙ্কা থেকে পালিয়ে প্রথমে মালদ্বীপ এবং পরে কয়েক সপ্তাহ সিঙ্গাপুরে ছিলেন রাজাপাকসে।

 

বৃহস্পতিবার একটি চার্টার্ড ফ্লাইটে করে তিনি ব্যাংককের ডন মুয়াং বিমানবন্দরে নামেন। কূটনৈতিক পাসপোর্ট থাকায় তিনি থাইল্যান্ডে এমনিতেই ৯০ দিন পর্যন্ত থাকতে পারবেন বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। তার থাইল্যান্ড যাওয়ার আগেই বৃহস্পতিবার সিঙ্গাপুরের অভিবাসন কর্তৃপক্ষ এক বিবৃতিতে রাজাপাকসের দেশ ত্যাগের খবর নিশ্চিত করেছিল। তিনি থাইল্যান্ডে অল্প কিছুদিনই থাকবেন বলে অনুমান করা হচ্ছে।

 

সাবেক এই লঙ্কান প্রেসিডেন্টের থাইল্যান্ডে রাজনৈতিক আশ্রয় চাওয়ার ইচ্ছা নেই। তিনি স্বল্প সময় দক্ষিণপূর্ব এশিয়ার দেশটিতে থাকবেন বলে জানিয়েছে থাই কর্তৃপক্ষ।


মন্তব্য
জেলার খবর