স্ত্রীকে নিয়ে বিজ্ঞাপণে তামিম

১৩ অগাস্ট ২০২২

বর্তমান বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সফল ওপেনার তামিম ইকবাল। কখনো একা বা মডেলসহ বিভিন্ন বিজ্ঞাপনে হাজির হলেও এবার তিনি হাজির হয়েছেন নিজের পরিবার নিয়ে। আর তার পরিবারের গল্পটি দর্শকের কাছে নিয়ে এসেছেন নির্মাতা হাসান মোরশেদ।

 

জানা যায়, তামিম ইকবালের সঙ্গে তার স্ত্রী আয়েশা সিদ্দিকার প্রেম, বিয়ে ও সংসারের সম্পর্ক প্রায় ১৭ বছর! তাদের সংসারে একটি পুত্র ও একটি কন্যা সন্তান রয়েছে। প্রেম আর বিয়ে নিয়ে এ দীর্ঘ পথচলার সঙ্গে ইলেকট্রনিক পণ্যের ব্র্যান্ড ‘বাটারফ্লাই’ এর একটি মজার মিল রয়েছে। সম্পর্কের গভীরতা, আস্থা, বিশ্বাস আর ভালোবাসায় যেমনি তামিম-আয়েশার সংসার টিকে আছে, ঠিক তেমনি  ‘বাটারফ্লাই’ও দীর্ঘ ৪০ বছর ধরে দেশের গ্রাহকদের আস্থা আর ভালোবাসা অর্জন করে চলেছে।

 

এ বিষয়টিকে উপজীব্য করে নির্মাতা হাসান মোরশেদ নির্মাণ করেছেন বাটারফ্লাই’ এর ৪০ বছর পূর্তির বিজ্ঞাপণ। জানা গেছে, খুব দ্রুতই পরিবার নিয়ে করা তামিম ইকবালের এ বিজ্ঞাপণটি প্রচারে আসবে সবক’টি চ্যানেলে। 


মন্তব্য
জেলার খবর